Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলিয়ারচরে ছুরিকাঘাতে একজন নিহত : বসতবাড়িতে অগ্নিসংযোগ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের মো: কালাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন ।
জানা যায়, উপজেলার আলীনগর গ্রামের মৃত মো: গোলাপ হাজীর পুত্র মো: শরীফ বিদেশ যাওয়ার জন্য পার্শ¦বর্তী নলবাইদ গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র কালাম মিয়াকে টাকা দেয় । দীর্ঘদিন পার হয়ে গেলেও কালাম শরীফকে বিদেশ প্রেরণে ব্যর্থ হয়। একপর্যায়ে কালাম এলাকা ছেড়ে পালিয়ে যায় ।
গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে হঠাৎ করে কালাম গ্রামে তার পুরনো বাড়িতে ফিরে এসেছে শরীফ এমন সংবাদ পেয়ে কালামের পিছু নেয় এবং আলীনগর গ্রামে কালাম (৪৫) কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় কালামের আতœীয়-স্বজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।
কালামের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে, তার আতœীয়-স্বজন ও ক্ষুব্ধ জনতা শরীফের বাড়িতে আক্রমণ করে ৬টি বসতঘর ও ১টি মুরগীর ফার্মে অগি সংযোগ করে পুড়িয়ে দেয়। ইতোমধ্যে শরীফের বাড়ির লোকজন বাড়িঘর ফেলে পালিয়ে যায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ