Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-তামাবিল মহা সড়কে ট্রাকচাপায় ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৬:১৮ পিএম

সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক পথচারী। আজ বুধবার (১১ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন (৩৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের পূত্র।

স্থানীয় সূত্রে যানা যায়, আজ বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর স্থানীয় জনতা বাঘের সড়ক এলাকায় অবরোধ করেন সিলেট-তামাবিল মহাসড়ক। এসময় এ সড়কে আটকা পড়ে পর্যটক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাসহ মালামাল বোঝাই ট্রাক।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দল নিয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় জনতার সড়ক অবরোধ বিকাল ৫টায় তুলে দিতে সমর্থন হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ