Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার পর নেতৃত্বে তারেক রহমান, কিন্তু শেখ হাসিনার পর কে ? কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম

বাংলাদেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই। বাংলাদেশ একটি স্বৈরশাসনের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন হলেই দেশের মানুষ সবকিছু ফিরে পাবে। আজকে সাধারণ মানুষ বিএনপির আন্দোলনের অন্যতম সারথীতে পরিণত হয়েছে। কোথায় যাবে মানুষ, কার কাছে যাবে। সবকিছু কুক্ষিগত করে রেখেছে এই আওয়ামী লীগ সরকার। তাদের পতনের ঘন্টা বেঁজে গেছে। জিয়া পরিবারের ওপর যে অন্যায় নির্যাতন চলছে এর জবাব এদেশের সাধারণ মানুষ দেবে। জিয়া পরিবার শেখ হাসিনার কাছে একটি ভয়ের নাম, একটি আতঙ্কের নাম। কারণ শহীদ জিয়ার পরে আমরা খালেদা জিয়াকে নেতা নির্বাচন করেছি। আর দেশের মানুষ ভোট দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী করেছেন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার পরে বিএনপির নেতৃত্ব কে দেবে ? এমন প্রশ্ন একজন নুন্যতম সাধারণ মানুষকে প্রশ্ন করলে উত্তর আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে? আওয়ামী লীগের জাতীয় সম্মেলনেও সে কথা তারা বলতে পারেনি। আওয়ামী লীগ করে অথবা সাধারণ কোন মানুষকে জিজ্ঞেস করলেও এর সঠিক উত্তর দিতে পারবে না। কারণ শেখ হাসিনার পরিবারের সদস্যদের সব কিছুই বিদেশে। তাদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো বন্ধন নেই।

বুধবার (১১ জানুয়ারি) কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক বিভাগ কুমিল্লায় এ গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১ টায় পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে কুমিল্লা উত্তর-দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।

বেলা পৌনে তিনটায় শুরু হওয়া প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, তত্ত¡াবধায় সরকারের রূপরেখা তৈরির সময় যখন শেখ হাসিনার পাশে মতিউর রহমান নিজামী ও সালাউদ্দিন কাদেররা বসা থাকেন তখন তারা রাজাকার নয়, মুক্তিযোদ্ধা হয়ে যান। আর বিএনপির পাশে মুক্তিযোদ্ধারা থাকলে তারা রাজাকার হয়ে যান।


বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের অনেকেই বলেন, জিয়া মুক্তিযুদ্ধ করে নাই। তাদের উদ্দেশে বলবো ১৯৭২ সালে বাংলা একাডেমিতে যারা সেক্টর কমান্ডার ছিলেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে শেখ মুজিবই জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। জিয়া যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন তাহলে কেন তাকে বীর উত্তম উপাধি দিলেন? এজন্য তো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মরোনত্তর বিচার করা উচিত।

বক্তব্যের শেষের দিকে তিনি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ জানুয়ারি ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সারাদেশে সকল মহানগর, জেলা, উপজেলা, পৌর সদরে সমাবেশ ও মিছিল করার আহবান জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় গণ অবস্থান কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি আবদুল গফুর ভূইয়া, মিসেস রাশেদা বেগম হীরা, লায়ন হারুন অর রশিদ, শেখ ফরিদ আহমেদ মানিক, অধ্যক্ষ সেলিম ভূইয়া, জেড খান রিয়াজ উদ্দিন নসু, ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ও সায়েদুল হক সাইদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ