বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির উঠানে গাছের সাথে বেঁধে দেবরের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে ভাবী সুফি বেগম (৫০)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দেবর সাবেক পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লা তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ অনেক আগেই বিক্রি করে অন্যত্র চলে যায়। পরে আবারো সম্পত্ত্বি দাবি করে তার আপন বড় ভাই অবসর প্রাপ্ত অপর পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে লিয়াকত মোল্লা তার ভাবী সুফি বেগমকে ঘর থেকে বাইরে এনে উঠানে একটি পেয়ারা গাছের সাথে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে ওই গৃহবধুর শরীরের অধিকাংশই পুড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। এ অবস্থায় প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে তিনি মারা যান। এ ঘটনায় দেবর সাবেক পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।