প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে স্বীকৃতি জানানোর অন্যতম আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। যুক্তরাষ্ট্রের সময় অনুয়ায়ী ১০ জানুয়ারি স্বীকৃতি জানানো হয়েছে গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে। এদিন গোল্ডেন গ্লোবের চূড়ান্ত আসর বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস রাজ্যের বেভারলি হিল শহরে।
কোভিড ভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠান হলেও সেখানে কোনো কোনো দর্শক বা মনোনয়নপ্রাপ্ত তারকা ছিলেন না। কেবল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এমনকি অনুষ্ঠানস্থলে বিছানো হয়নি লালগালিচা, আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যমকেও। সেখানে এবার জাঁকজমকভাবে বসে গোল্ডেন গ্লোবের ৮০তম আয়োজন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন হলিউডসহ বিনোদন দুনিয়ার রথী-মহারথীরা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।
চলুন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।
সেরা চলচ্চিত্র (ড্রামা) : দ্য ফেবলম্যানস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : দ্য বাঁশি ইনিশেরিন
সেরা অভিনেত্রী (ড্রামা) : কেট ব্ল্যানচেট (টা)
সেরা অভিনেতা (ড্রামা) : অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : কলিন ফারেল (দ্য বাঁশি ইনিশেরিন)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) : অ্যাঞ্জেলা বাসেট (ব্ল্যাক প্যান্থার)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা (চলচ্চিত্র) : কে হু কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক (চলচ্চিত্র) : স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস)
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : মার্টিন ম্যাকডোনা (দ্য বাঁশি ইনিশেরিন)
সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন) : গুইলারমো দেল তোরো পিনোকিও
সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) : আর্জেন্টিনা ১৯৮৫
সেরা গান (চলচ্চিত্র) : নাটু নাটু (টিপল আর)
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হাউজ অব দ্য ড্রাগন
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : অ্যাবেট এলেমেন্টারি
সেরা টেলিভিশন সিরিজ (অ্যান্থোলজি) : দ্য হোয়াইট লোটাস
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি) : অ্যামেন্ডা সেইফ্রিড (দ্য ড্রপআউট)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি) : ইভান পিটার্স (ডামার)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা) : জেন্ডায়া (ইফোরিয়া)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা) : কেভিন কসনার (ইয়েলোস্টোন)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : কুইন্টা ব্রুনসন (অ্যাবেট এলেমেন্টারি)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট
উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয়েছিল। আমেকিতা এবং আন্তর্জাতিক ছবির উপরেও এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৬ সাল থেকে টেলিভিশনকেও এই পুরস্কারের আওতায় নিয়ে আসা হয়। সেখানেও সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা সিরিজ সহ একাধিক পুরস্কার দেওয়া শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।