Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাটু নাটু’র জন্য গোল্ডেন গ্লোব জিতে নিল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:৫০ এএম

হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব ছিনিয়ে নিল রাজামৌলি পরিচালিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’। অস্কার কমিটির সদস্যরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। আর এবার একেবারে বাজিমাত করে ফিরল ‘আরআরআর’। হলিউডি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারতের জন্য নিয়ে গেল গোল্ডেন গ্লোব। সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান।

তেলেগু ভাষায় ‘নাটু নাটু’ গানটি কম্পোজ করেছেন প্রবীণ সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি। লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। আর কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। মৌলিক সুর আর দারুণ কোরিওগ্রাফিতে গানটি দর্শক-শ্রোতার মনে সুখের অনুভূতি ছড়িয়েছে। জিতে নিয়েছে মন আর অর্জন করেছে সম্মান।


গোল্ডেন গ্লোবে ‘নাটু নাটু’র প্রতিদ্বন্দ্বীরও কমতি ছিল না। গোল্ডেন গ্লোব ক্যাটেগরিতে ছিল লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, মাভেরিকের লিফট মি আপ, ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান। এসব গানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনা তো সহজ কথা নয়।

এরআগে, গত ১২ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকা প্রকাশিত হয়। ‘নাটু নাটু’ গানের জন্য সেরা মৌলিক গান ও সেরা বিদেশি ভাষার ছবির বিভাগ দুটিতে পুরস্কারের জন্য মনোনীত হয় ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবে নমিনেশন ও পুরস্কার জয়ে সংশ্লিষ্ট মহলের ধারণা, অস্কারেও দারুণ কিছু অপেক্ষা করতে পারে সিনেমাটির জন্য।

গত শনিবার লস অ্যাঞ্জেলসে সিনেমাটির বিশেষ প্রদর্শন ছিল। সিনেমাটি দেখে গোটা প্রেক্ষাগৃহ হাততালিতে ফেটে পড়ে। বছরের সেরা সিনেমা বলেও চেঁচিয়ে ওঠেন অনেকে। গোল্ডেন গ্লোবের জন্যও মনোনীতও হয়েছিল এই সিনেমা। তবে শেষমেশ নাটু-নাটু গানের জন্য সেরার সেরা অ্যাওয়ার্ড ছিনিয়ে আনল।

গত বছর মার্চ মাসে ভারতে মু্ক্তি পায় ‘আরআরআর’। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই সিনেমাটির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। এই সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ