Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ভিলেনের ভূমিকায় বর্ষা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:২২ এএম

ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতিদের মধ্যে অনন্ত-বর্ষা অন্যতম। গত বছর অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছিল প্রেক্ষাগৃহে। এবার তারা নাম লিখিয়েছেন নতুন সিনেমা ‘কিল হিম’-এ। ইতিমধ্যে বগুড়া সিনেমাটির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় বর্ষাকে ভিলেন হিসেবে দেখতে পাবেন দর্শকরা।

‘কিল হিম’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বর্ষা বলেন, ‘একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা! আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি। যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে এন্টি হিরো বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন।’

নায়িকা ইমেজের বাইরে গিয়ে কেন এমন চরিত্রে অভিনয় করলেন?—এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।’

সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’

মো. ইকবাল পরিচালিত এই সিনেমাটিতে বর্ষাকে ভিলেন হিসেবে দেখা গেলেও বরাবরের মতই নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। সিনেমাটিতে তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ