Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিং সেটে আহত হলেন নুসরাত, কপালে লেগেছে সেলাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১১:০৩ এএম

কোনো দৃশ্য বা স্টান্ট করতে গিয়ে অনেক সময়ই তারকাদের আহত হওয়ার খবর সামনে আসে। এবার শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তিনি বর্তমানে ‘ছোরি টু’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। আর এ সিনেমার শুটিং সেটেই দুর্ঘটনার শিকার হন তিনি। তার কপালের বাঁ পাশের ভ্রুরুর কাছে কেটে গেছে; ফলে কয়েকটি সেলাই পড়েছে তাতে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ছোরি টু’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে মুখে আঘাত পান নুসরাত। আহত হওয়ার পর তাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় নুসরাতের কপালের বাঁপাশের ভ্রুর কাছে কেটে গেছে; ফলে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এছাড়া নুসরাত ভারুচার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইশিতা রাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে ইশিতার হাতটি শক্ত করে ধরে রেখেছেন নুসরাত। আর ডাক্তার সেলাইয়ের সুতা কাটছেন। তবে নুসরাত-ইশিতার চোখে-মুখে হাসি। কিন্তু নুসরাত যে ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন তা-ও বেশ স্পষ্ট।

বর্তমানে ‘ছোরি টু’ সিনেমা ছাড়াও একাধিক সিনেমার কাজ নুসরাতের হাতে রয়েছে। অক্ষয় কুমার, ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে তাকে।

নুসরাত ভারুচা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাম সেতু’। গত অক্টোবরে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, সত্যদেব প্রমুখ। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ