Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মের কারণেই অভিনয় জগৎ ছাড়তে চলেছেন সাই পল্লবী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৫ এএম

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। গুঞ্জন উঠেছে জনপ্রিয়তার চূড়ায় থাকা এ অভিনেত্রী ছাড়তে চলেছেন বিনোদনজগৎ। আগে থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনয় ছাড়তে চলেছেন সাই পল্লবী। তখন অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, ধর্মের কারণেই অভিনয়ে ইতি টানতে চলেছেন তিনি।

হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে।

তবে এটাই প্রথমবার নয়, বরাবরই ভীষণ রকম ধার্মিক তিনি। বিভিন্ন সময় নিজের আধ্যাত্মিক সত্তার নানা ছবিও পোস্ট করেন সাই। তবে ক্যারিয়ারের এতটা সফল পর্যায়ে এসে সত্যি সত্যি অভিনয় ছেড়ে যাবেন কি না, তা নিয়ে মুখ খোলেননি সাই পল্লবী।

উল্লেখ্য, ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাই পল্লবীর। তারপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার। মালয়ালম ‘প্রেমাম’ ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হন। সাইয়ের সর্বশেষ ছবি ‘গার্গী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। প্রচলিত নিয়মের বেড়াজাল ভেঙে শোবিজ অঙ্গনের সাজানো পথে না হেঁটে নিজের নিয়মে চলা অভিনেত্রী সাই পল্লবী। তার সাদাসিধা সাজ পোশাক আর অভিনয়ে মাত করেছেন বিনোদনদুনিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ