Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সংগ্রামী নারী রূপে হাজির হবেন ববি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৩২ এএম

ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও পরে থিতু হয়েছেন চলচ্চিত্রে। দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে নেই ববির নতুন সিনেমা। তবে বছরের শুরুতেই ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আইটেম গানে দেখা গেছে তাকে। এবার নতুন বছরের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই এই নায়িকার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর এলো। সিনেমাটির নাম ‘মেঘনা কন্যা’।

নতুন এই সিনেমার বিষয়ে ববি জানান, ‘নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। মেঘনা কন্যাও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দূর্বলতা কাজ করে। ছবিটিতে নতুন ববিকে পাবেন দর্শকরা।’

জানা গেছে, গ্রাম আর শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন ফুয়াদ চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদের মতো দাপুটে অভিনেতারা। এস জে মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আজ (১১ জানুয়ারি) বুধবার সিনেমাটির মহরত হবে। সেখানেই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’, ‘পাপ’, ‘এবার তোরা মানুষ হ’ নামের সিনেমাগুলো।

প্রসঙ্গত, ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ