Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শনিবার বিকেল’ নিয়ে ফারুকীর আল্টিমেটাম, তিশার জোর দাবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:১৩ এএম

বলিউডের খ্যাতিমান নির্মাতা হানসাল মেহতা তিন বছর ধরে যে সিনেমাটি নিয়ে রাত-দিন এক করে পরিশ্রম করছেন, সেটির নাম ‘ফারাজ’। বাংলাদেশে ঘটে যাওয়া হোলি আর্টিজানের ঘটনাই উঠে এসেছে হানসালের এই নতুন সিনেমায়। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘ফারাজ’। একই ঘটনার অনুপ্রেরণায় বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় দীর্ঘদিন হয়ে গেল সিনেমাটি মুক্তি দিতে পারছেন না নির্মাতা। তাই ‘ফারাজ’ সিনেমার মুক্তিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের দেশে নিজের সিনেমা মুক্তি দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে আলটিমেটাম দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে আলটিমেটাম দিয়ে ফারুকী লেখেন, ‘ফেব্রুয়ারীর ২ তারিখের মধ্যে শনিবার বিকেল বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই। এর আগে আমাদেরকে আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে শনিবার বিকেল সিনেমার মাধ্যমে ঐ দুঃসহ স্মৃতি ফিরে আসুক। ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে, আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দিবেন। আমার প্রশ্ন, ৩ ফেব্রুয়ারী যে ফারাজ মুক্তি পাবে, এখন আপনি কীভাবে ধামাচাপা দিবেন?’

তিনি আরো লেখেন, ‘শনিবার বিকেলের প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দিবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনোদিন হবে? বিদেশী কলাকুশলী আনার জন্য শুটিংয়ের আগে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে আমাদের স্ক্রিপ্ট জমা দিতে হয়েছিল। স্ক্রিপ্ট পড়ে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আমাদের অনুমোদন দেওয়া হয়, উৎসাহ দেয়া হয়। যেটা আজ অনুমোদন পায়, কাল সেটা নিষিদ্ধ হয় কিসের ভিত্তিতে?’

‘শনিবার বিকেল’ সিনেমাটিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। বলিউডে এই ঘটনার আলোকে নির্মিত সিনেমা মুক্তি পাওয়ার কথা শুনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট লিখেছেন এ অভিনেত্রী। সরকারের কাছে ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেলে’র মুক্তির জোর দাবি তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুকে তিশা লেখেন, “ভারতে ফেব্রয়ারির ৩ তারিখে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটা সিনেমা। যেটা হোলি আর্টিজান নিয়ে বানানো। চার বছর আগে একই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা একটা ছবি বানিয়েছি ‘শনিবার বিকেল’ নামে, যেটা আমাদের সেন্সর বোর্ড এখনও আটকে রেখেছে।”

এ সময় তিশা আরও লেখেন, “আমাদের চার বছর পর বানানো ফারাজ আমাদের আগে মানুষ দেখবে— কী অবিশ্বাস্য না? সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে জোর দাবি জানাই, ‘ফারাজ’ মুক্তির আগেই আমাদের নিজেদের ছবি ‘শনিবার বিকেলের’ মুক্তি নিশ্চিত করতে হবে।”

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ