প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু ঘিরে আলোচনা থামছেই না। শুটিং সেট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেদিন ফ্যান থেকে ঝুলন্ত তুনিশাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রেমিক শেজান খান ও তার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন প্রয়াত এই অভিনেত্রী। তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনার পরই গ্রেফতার হয়েছেন তার প্রেমিক শেজান খান।
এদিকে সোমবার (৯ জানুয়ারি) ছিল তুনিশা মামলার শুনানির তারিখ। বাদী ও বিবাদী দু’পক্ষের মধ্যে বিস্তর কথা কাটাকাটি চলে আদালতে। সেখানেই তুনিশাকে নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেন অভিনেতার আইনজীবী। তিনি জানান, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি আইডি খুলেছিলেন তুনিশা। সেখানেই আলাপ হয় আলি নামের একজনের সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হন তুনিশা।
শেজানের আইনজীবীর দাবি, আত্মহত্যার আগের ১৫ মিনিট আলির সঙ্গেই ভিডিও কলে কথা বলেছিলেন অভিনেত্রী। পাশপাশি তার সংযোজন, গোটা ঘটনায় শেজানের কোনও যোগসূত্র নেই, তিনি নিরাপরাধ।
এ দিকে দিন দুয়েক আগে, তুনিশার মা নতুন অভিযোগ আনেন। তিনি দাবি করেন, গলায় ফাঁস দিলেও তাকে নামানোর পর নিশ্বাস নিচ্ছিলেন তুনিশা। তাকে কাছে কোনো হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যেত। অভিনেত্রীর মৃত্যুর মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।
প্রসঙ্গত, গত বছর শনিবার (২৪ ডিসেম্বর) সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন তুনিশা। শুটিংয়ের সময় মেকআপ রুমের দরজা ভেঙে ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে উদ্ধার করে সহকর্মীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।