বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা›র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ সরকারের এক আমলার আমেরিকার একাধিক শহরেই ১৪টি বাড়ী থাকলে, আওয়ামী লীগের এমপি-মন্ত্রী, নেতাদের বাড়ী ও টাকার পরিমাণ কত? দেশবাসী জানতে চায়? তিনি বলেন, এই জালিম আওয়ামী লীগ সরকার দেশকে শুধু চিবিয়ে খায়নি, পুরো দেশটাকে গিলে খেয়েছে। দেশের জনগণের টাকা পাচার করে সরকারের আমলা, মন্ত্রী-এমপি ও নেতারা আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়ায় বেগম পাড়া ও সেকেন্ড হোম বানিয়েছে। সুতরাং আওয়ামী লীগের দুর্নীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।
গতকাল মঙ্গলবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা নেতা ‘শহীদ মাসুদ রায়হানের স্মরণে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাগপা সভাপতি বলেন, সুইসব্যাংকে জমানো অবৈধ টাকা বাংলাদেশ থেকে কারা পাচার করেছে? অবিলম্বে তালিকা জনগণের সামনে প্রকাশ করুন। জনগণের ট্যাক্স -খাজনার টাকা দিয়ে আপনারা দেশ-বিদেশে জমকালো ভবিষ্যৎ গড়ে তোলবেন! আর দেশের জনগণের পেটে ভাত নেই, পরনে বস্ত্র নেই! পকেটে টাকা নেই, বাকস্বাধীনতা নেই! প্রতিবাদ করলেই গুলি-লাঠি চালাবেন! প্রস্তুত থাকুন আর আপনাদের (আ.লীগ) সুযোগ দেওয়া যাবেনা। অবিলম্বে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একই দিনে কায়েম হবে। ইনশাআল্লাহ।
যুব জাগপা›র সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপা›র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।