Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আটক

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির  মাটিরাঙ্গায় রিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষ- স্বামী।  এ ঘটনায় ঘাতক স্বামী মো: জামাল উদ্দিনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম পশ্চিম কাজীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জামাল উদ্দিনের স্ত্রী ও মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মো: আব্দুর রহিমের বড় মেয়ে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া বিবাধ হতো। স্বামী মো. জামাল উদ্দিন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এটি কোন স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ