রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিয়োগ করা হয়েছে। গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগটি করেন নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদ প্রশাসক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। লিখিত অভিযোগে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুসারে কোন সংসদ সদস্য কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। কিন্তু সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হকের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে বৈঠক করছেন এবং তাদের সাথে মোবাইলে কথা বলে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। সংসদ সদস্যের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে বলে অভিযোগে বলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।