রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা তাদের দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় চারটি বলগেট জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা জেলার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর ছেলে মো. মাহবুব পাটোয়ারী (৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকার ইউনুস আকনের ছেলে মো. ইউসুফ আকন (৩৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. ইসমাইল (৩২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, গত সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুগন্ধা নদী দিয়ে যাচ্ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রেজারের তিনজন শ্রমিককে আটক ও বলগেট জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।