Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিষখালী নদী থেকে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা তাদের দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় চারটি বলগেট জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা জেলার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর ছেলে মো. মাহবুব পাটোয়ারী (৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকার ইউনুস আকনের ছেলে মো. ইউসুফ আকন (৩৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. ইসমাইল (৩২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, গত সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুগন্ধা নদী দিয়ে যাচ্ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রেজারের তিনজন শ্রমিককে আটক ও বলগেট জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ