Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকের মৃত্যুর পর সাতকানিয়ায় অবৈধ পার্কিংয়ে ‘নজর’

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় এক দোকান কর্মচারীর মৃত্যুর পর অবৈধ পার্কিংয়ে নজর পড়েছে প্রশাসনের। গত রোববার সাতকানিয়া-বাঁশখালী সড়কের ডলুব্রিজ এলাকায় অবৈধভাবে পার্কিংয়ের অপরাধে ৪ সিএনজি, ২টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাসকে জরিমানা করা হয়েছে। গত রবিবার এসব যানবাহনের চালককে ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এরআগে সড়কটিতে মালামাল আনলোডের সময় পেছন থেকে অটোরিকশার ধাক্কায় নিহত হন আবু সৈয়দ নামে এক শ্রমিক।
দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজি স্ট্যান্ড বসানো হয়েছে ডলুব্রিজের ওপরে। এছাড়া আদালত সড়ক, স্কুল রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক দখল করে অবৈধ পাকিং, দোকানের মালামাল রাখা হচ্ছে অবাধে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালানো হলেও অবাধে ফের তাও দখল হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ