রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ। যে বয়সে খেলাধুলা আর পড়াশুনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে ডাক্তার আর হাসপাতালে সময় কাটছে। আব্দুল্লাহ জন্মগত হৃদরোগ ও ব্লাড সার্কুলেশনসহ নানা জটিল রোগে আক্রান্ত। হার্টে ছিদ্র থাকায় শ্বাস নিতে খুব কষ্ট হয়। ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হওয়ার কারণে শরীরের শিরা-উপশিরাগুলো নীল হয়ে আছে এবং দেখতে ২ বছরের বাচ্ছার মত মনে হয়। ওজন মাত্র ১১ কেজি। তাকে সাময়িক সুস্থ রাখতে ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ন হেলথ ডা. ডেবি শেঠি বাইপাস সার্জারি করেন। চিকিৎসা খরচ যোগাতে গিয়ে তার পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়েছে।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পূর্ব নওমালা গ্রামের দরিদ্র মো. আলী আক্কাসের ছেলে আব্দুল্লাহ (৫)।
তাকে সুস্থ করতে ডা. ডেবি শেঠি ওপেনহার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৬ লাখ টাকার প্রয়োজন। অপারেশনের টাকা যোগার করতে না পারায় বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ডা. এ. বি. এম. আব্দুস সালামের চিকিৎসাধীন। দ্রুত অপারেশন না করলে আব্দুল্লাহকে বাঁচানো যাবে না। কিন্তু আব্দুল্লাহর বাবা অসহায় দরিদ্র মো. আলী আক্কাসের পক্ষে এত টাকা যোগার করা সম্ভব নয়। তাই সমাজের দানশীল ধনবান হৃদয়বান ব্যক্তিদের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আব্দুল্লাহর বাবা মো. আলী আক্কাস।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. আলী আক্কাস,
হিসাব নং-২০৫০১৯২০২০২৮২১৩১৬
ইসলামী ব্যাংক লিঃ
পটুয়াখালী শাখা।
মোবাইল ০১৭১৬২৮৯৫৩৩ (বিকাশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।