রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া আমিরভান্ডার দরবারের বার্ষিক ওরস শান্তি ও সুষ্টভাবে অনুষ্ঠানের জন্য সমন্বয় সভা ও সংবাদ সম্মেলন গতকাল (মঙ্গলবার) আমিরভান্ডার সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওরসে আগত গরু-মহিষকে উত্যক্ত না করা, ডিজেপার্টি সহকারে গরু-মহিষ না আনা, ভক্তদের সুশৃঙ্খলভাবে ওরসে অংশগ্রহণ করাসহ বিভিন্ন শর্ত ও বিধি নিষেধ আরোপ করা হয়। এ উৎসবে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লাখ ভক্ত অনুরক্তের সমাগম হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ওরস উদযাপনে কমিটির পাশপাশি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন। আগামী ১৫ জানুয়ারি আমিরভান্ডার দরবারে প্রতিবছরের ন্যায় এবছরও মহাসমারোহে ওরস অনুষ্টিত হবে। আমিরভান্ডার সংসদের সভাপতি আলহাজ শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরীর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। বক্তব্য রাখেন শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, আমিরভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, কাউন্সিলর ও ওরস পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, আমির হোসেন ম্যানেজার, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, শাহ সূফি কানুন রশীদ শাহ আমিরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।