Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা ছয় সাসের জন্য স্থগিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিত্রনায়িকা পরীমণি তার সংসার ভাঙাকে ঠেকিয়ে স্বপরিবারে আগামী ১৫ জানুয়ারি দুবাই যাচ্ছেন। সেখানে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এর মধ্যে তার জন্য কিছুটা স্বস্তির খবর হচ্ছে, তার বিরুদ্ধে হওয়া মাদক মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। গত সোমবার মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল নি®পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ৬ মাসের মধ্যে রুল নি®পত্তি না হলে, বিচারিক আদালতে পুনরায় শুরু হবে মামলার কার্যক্রম। পরীমণির আইনজীবী শাহ মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন কারাগারে থাকার পর জামিনে কারামুক্ত হন পরীমণি। তার বিরুদ্ধে এ মামলা করা নিয়ে চলচ্চিত্রাঙ্গণে সে সময় ব্যাপক সমালোচনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ