Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ পাঁচবছর পর ছোটপর্দায় সঞ্চালকের ভূমিকায় বিশ্বনাথ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জি বাংলার জনপ্রিয় শো সুদীপার ‘রান্নাঘর’ ইতোমধ্যেই শেষ। দীর্ঘ ১৭ বছরের যাত্রা শেষ করে স্বাভাবিকভাবেই আবেগে ভেসেছেন রান্নাঘরের রানী। বহু পুরনো এই শোকে বিদায় জানিয়েছেন তিনি হাসতে হাসতেই। তবে পুরনো না শেষ হলে হয়তো, নতুনের শুভ সূচনা হয় না। হ্যাঁ, টিআরপির দৌড়ে কে প্রথম হবে, সেই লড়াইতেই সর্বদা মেতে রয়েছে স্টার জলসা, জি বাংলা। বছর ঘুরতে না ঘুরতেই একাধিক জনপ্রিয় শোয়ের বিদায় হয়েছে স্টার জলসা এবং জি বাংলার পর্দা থেকে। তবে রান্নাঘরের জায়গা কে দখল করেছে, তা হয়তো সকলের জানা। হ্যাঁ, ‘জি বাংলা’র নতুন গেম শো-এর প্রোমো অনেক আগেই প্রকাশ পেয়েছে। যার নাম ‘ঘরে ঘরে জি বাংলা’। ইতিমধ্যেই কয়েকটি এপিসোডের শুটিং-ও হয়ে গিয়েছে। এই শোয়ে সঞ্চালনা করবেন ইন্দ্রাণী হালদার। সবাই তা জানলেও, পরে জানা যায় একজন নয়, দু দুজন এই শোয়ের সঞ্চালিকা। ইতিমধ্যেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ পর্যায়ে। তাই অপরাজিতা আঢ্যও থাকবেন নতুন গেম শোয়ের সঞ্চালনায়। যদিও রহস্য ভেদ হয় পরে, কয়েকটি পর্বের পরেই শো থেকে নিজেকে সরিয়ে নেন ইন্দ্রাণী হালদার। তাঁর পরিবর্তেই শো-এর হাল ধরেন অপরাজিতা আঢ্য। এবার রয়েছে আরও চমক। অপরাজিতার সঙ্গে যুক্ত হতে চলেছেন অভিনেতা বিশ্বনাথ বসুও। আর এই শোয়ের মাধ্যমেই প্রায় পাঁচ বছর পর আবার নয়া উদ্যমে ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বিশ্বনাথ। এই মুহূর্তে ‘ঘরে ঘরে জি বাংলা’র শুটিং চলছে জোরকদমে। এত বছর পর সঞ্চালনার দায়িত্ব, কী বলছেন বিশ্বনাথ? তিনি জানান, খুবই ভাল লাগছে। আমি নিজে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি। বরাবরই আড্ডাবাজ। রাস্তায় চায়ের দোকানে দাঁড়ালেও চেষ্টা করি দোকানদারের খবর নিতে। তাই মানুষের মধ্যে মিশে এই কাজটা করতে পেরে আমি খুবই উত্তেজিত। পাশাপাশি জানা গিয়েছে, মূলত, কলকাতায় যে সমস্ত পর্বে শুটিং হবে সেখানে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অপরাজিতা। আর রাজ্যের মফস্বলের পর্বগুলিতে দেখা যাবে বিশ্বনাথকে। শো-এর কাঠামো অনুযায়ী প্রতি পর্বে একটি করে পরিবারের সঙ্গে আড্ডা ও খেলায় মাতবেন সঞ্চালক। উঠে আসবে সেই এলাকার সাধারণ কিছু মানুষের কাহিনী। ইতোমধ্যেই কয়েকটি পর্বের শুটিং করে ফেলেছেন বিশ্বনাথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ