Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অলিভিয়া নিউটন-জনকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জগদ্বিখ্যাত গায়িকা-অভিনেত্রী অলিভিয়া নিউটন-জনের ওপর একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মিত হবে। ভ্যারাইটি জানিয়েছে আর. জে. কাটলারের দিস মেশিন ফিল্মওয়ার্ক্স এই তথ্যচিত্রটি নির্মাণ করবে। দিস মেশিন এরই মধ্যে গায়িকার সঙ্গীত এবং একান্ত তথ্য নিয়ে কাজ করার স্বত্ব অর্জন করে নিয়েছে। তার জীবৎকালে এই আইকনিক গায়িকা শুধু গান ও অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও উদ্ভিদভিত্তিক ওষুধ নিয়েও ব্যাপক কাজ করেছেন। ১৯৭৮ সালে জন ট্রাভোল্টার বিপরীতে নিউটন-জনের অভিনয়ে ‘গ্রিজ’ ফিল্মটি মুক্তি পায়। ব্লকবাস্টার ফিল্মটি তাকে বিশ্বব্যাপী তারকাখ্যাতি এনে দেয়। পেশাগত জীবনের স্বীকৃতি হিসেবে তিনি চারটি গ্র্যামি, একটি এমি এবং অন্যান্য অনেক সম্মাননা লাভ করেন। নিউটন-জনের অন্যান্য ফিল্মের মধ্যে আছে ‘ফানি থিংস হ্যাপেন ডাউন আন্ডার’, ‘টুমরো’ যানাডু’, ‘টু অফ আ কাইন্ড’, ‘ইট’স মাই পার্টি, সর্ডিড লাইভস’, ‘স্কোর : আ হকি মিউজিকাল’ এবং ‘এ ফিউ বেস্ট মেন’। অন্যতম নির্মাতা দ্য মেশিন নির্মিত এবং কাটলার পরিচালিত তথ্যচিত্র ‘বিলি আইলিশ : দ্য ওয়ার্লড’জ আ লিটল ব্লারি’ ২০২১ সালে তথ্যচিত্র বিভাগে অস্কার লাভ করে। বর্তমানে একই ব্যানার এল্টন জনের তথ্যচিত্র ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড : দ্য ফাইনাল এল্টন জন পারফর্মেন্সেস অ্যান্ড দই ইয়ার্স দ্যাট মেড হিজ লেজেন্ড’ নির্মাণ করছে ডিজনি প্লাসের জন্য; পরিচালনা করছেন কাটলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ