প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার সাথে নির্মাতা আদনান আল রাজিবের প্রেমের বিষয়টি দেশের বিনোদন জগতের বহুল আলোচিত বিষয়। বেশ আগে থেকেই এ নিয়ে কথা উড়ে বেড়াচ্ছে বিনোদন জগতে। তবে মেহজাবিন বা রাজিব কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাদের কাছে জানতে চাইলে তারা তাদের প্রেমের খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।
নতুন বছরে প্রেম-বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই মেহজাবিন। ভক্তরা বিয়ের সুখবর কবে পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘সময় হলেই করে ফেলব। বিয়ে তো একসময় করতেই হবে। তবে এ বছর হবে কি না বলা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আমার ভক্তদের।’
মেহজাবিন বলেন, ‘‘নতুন বছরটি ‘কাজলের দিনরাত্রি’র মতো সুন্দর একটি কাজ দিয়ে শুরু হয়েছে, তাই অনেক খুশি আমি। এই কাজটি দিয়ে অনেক প্রশংসা পাচ্ছি। বছরজুড়ে যেন এরকম বেছে কিছু কাজ করতে পারি আর যেন ভালো পারফর্ম করতে পারি। চাই আরও ভালো ও অভিনয় করার মতো গল্প-পান্ডুলিপি আসুক। দেশ-বিদেশ ঘুরতে ও সুস্থভাবে পরিবার নিয়ে থাকতে চাই।’’
নতুন কোনো পরিবর্তন আসবে? জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আপাতত কোনো পরিবর্তন নেই। তবে চরিত্রের প্রয়োজনে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও লুকে দেখতে পারবেন।’
উল্লেখ্য, ২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।