Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তর্জালে সাড়া ফেলেছে শুভ-শিলার ‘চলো না একসাথে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১:০৯ পিএম

প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শিরিন শিলা। গানের শিরোনাম ‘চলো না একসাথে’। সম্প্রতি এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশনের ফেসবুক পেইজে মিউজিক্যাল ফিল্মটি উন্মুক্ত করা হয়েছে। প্রকাশের পর শুভ ও শিলার রোমান্সে মাতোয়ারা হচ্ছে শ্রোতাদর্শক, সেইসাথে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার অনুভূতি।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসাবে নির্মিত হয়েছে, দর্শক নতুনত্ব কিছু পেয়েছেন এই গানে। রেসপন্সও পাচ্ছি বেশ ভালো।’’

মিউজিক্যাল ফিল্মটির পরিচালক শাহরিয়ার পলক বলেন, ‘প্রেম ও বিয়ের গল্পকে একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এখানে। লোকেশন থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে।’

জনি হকের কথায় ‘চলো না একসাথে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। আর মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করেছেন সামিনা সারা। এখনকার প্রজন্মের স্বাদ, রুচি ও তাদের ভালো লাগার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক পোশাকের উপস্থাপন করতেই প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করতে উৎসাহী হন তিনি।

সামিনা সারা বলেন, ‘‘কাজটি থেকে কি পাবো, এমন কোন চিন্তা নিয়ে এটি করিনি। যেহেতু আমার হাউজগুলো প্রতিবছরই চেষ্টা করি নতুন কিছু করার সেখান থেকে নতুন বছরে সেটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রয়াস থেকেই কাজটি করা। অনেকটা শখের বশে এবং নিজেদের ফ্যাশন ব্রান্ডের ইমেজ এবং স্ট্যান্ডার্ডটাকে ফুটিয়ে তোলার জন্যই করা। সেইসাথে ওয়েডিং ডেস্টিনেশনে আমাদের ‘মেহের’ এর পোশাকগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ