Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রেমে মজেছেন শেহনাজ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১০:২৯ এএম

শেহনাজ গিল একাধারে একজন অভিনেত্রী, গায়িকা ও মডেল। তবে ‘বিগ বস সিজন ১৩’ তে অংশগ্রহণের পরেই জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। প্রতিযোগিতার সময় থেকেই ভক্ত-অনুরাগীদের অনেক ভালোবাসা এবং অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে শুটিংয়ের সময় ছোট্ট মিষ্টি দুর্ঘটনার শিকার হয়েছেন শেহনাজ।

সম্প্রতি নতুন একটি গানের ভিডিও মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। ওই ভিডিওতট দেখা যায়, একসঙ্গে সমুদ্রের পারে গিয়েছেন সানা-গুরু। সাগরপারে গোলাপি পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন শেহনাজ, আর তার পেছন পেছন ছুটছেন গুরু। আর সেখানেই ঘটে গেল ছোট্ট মিষ্টি দুর্ঘটনা। বালির ওপর পিছলে পড়েন নায়িকা। তবে সঙ্গীকে ধরে তুলেন গুরু।

আর এই দৃশ্য দেখার পরেই গুঞ্জন উঠেছে, গানের ভিডিও’র শুট করতে গিয়ে নির্ঘাত পরস্পরে মজেছেন সানা-গুরু। সে নিয়ে রীতিমতো নেটিজেনদের জল্পনা তুঙ্গে। ওই ভিডিও মুক্তির পরেই শেহনাজ প্রেমে পড়েছেন বলে গুঞ্জন উঠেছে। গুরু রণধাওয়ার সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই প্রজাপতির মতো উড়ছেন শেহনাজ। সেইসঙ্গে শোনা যাচ্ছে, কাজের বাইরেও নাকি একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে।

এদিকে শিগগিরই শেহনাজের অভিষেক হতে যাছে বলিউডে। তাও আবার সালমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ সিনেমায়।

উল্লেখ্য, রিয়্যালিটি শো বিগ বস ১৩’-র বদৌলতেই জনপ্রিয়তা পান পঞ্জাবের উঠতি অভিনেত্রী শেহনাজ। প্রিয় বন্ধু সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর ব্যক্তিগত জীবনে সব ঝড়ঝাপটা সামলে নতুন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ