Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘোষণা দ্রুত বাস্তবায়ন দাবি ডিমলার মানুষের

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নারী শিক্ষায় পিছিয়ে পড়া একটি উপজেলার নাম ডিমলা। নীলফামারী জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলায়  ইউনিয়ন রয়েছে ১০টি। এর মধ্যে ৫টি ইউনিয়নের অধিকাংশ মানুষ প্রতিবছর তিস্তা নদীর ভাঙন ও বন্যায় অপূরণীয় ক্ষতির শিকার হয়। একজন শিক্ষিত মা উপহার দিতে পারে একটি সুশিক্ষিত জাতি। এ লক্ষ্যকে সামনে রেখে এবং নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ১৯৯৮ সালে ১ জুন  প্রতিষ্ঠা করা হয় ডিমলা মহিলা মহাবিদ্যালয়। ্রতোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব।গ্ধ ন্যাপলিয়নের এই বহুল প্রচলিত প্রবাদটি হৃদয়ে আঁকড়ে ধরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে সে দিন উপজেলার প্রাণ কেন্দ্রে ২.২৬ একর জমির উপরে মনোরম পরিবেশে গড়ে তুলে ছিলেন ডিমলা মহিলা মহাবিদ্যালয়টি। মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ জাকারিয়া। তার মৃত্যুর কিছুদিন পরে নতুন অধ্যক্ষ  হিসেবে যোগদান করেন অদম্য মোখলেছুর রহমান। তিনি (অধ্যক্ষ) বলেন, প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক ও ¯œাতক শ্রেণিতে  ৮৫০জন শিক্ষার্থী রয়েছে। ফলাফলে দিক থেকে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলকভাবে বরাবরই অনেক ভালো করে আসছে। এখানে এমপিওভুক্ত ৩০ জনসহ শিক্ষক-কর্মচারী রয়েছে ৫২ জন। উপরন্ত ২০১৬ সালে মহাবিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে। প্রতিষ্ঠানের দূর-দূরান্তের শিক্ষার্থীদের থাকার জন্য ক্যাম্পাসের ভিতরে ভিন্ন পরিসরে রয়েছে ৬০ আসন বিশিষ্ট পাকা (টিন সেড) ছাত্রি নিবাস। চতুর দিকে পাকা প্রাচীরে ঘেরা মহাবিদ্যালয়টির ভিতরে রয়েছে, শিক্ষার্থীদের বিস্তর শ্রেণিকক্ষ, খেলার মাঠ, পুকুর, ছাত্রি ও শিক্ষকদের পৃথক বিশ্রামাগার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, পাঠাগার, ছাত্রিদের স্বতন্ত্র নামাজ আদায়ের মসজিদ ও চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনসহ ফুল বাগান, সারিবদ্ধ সবুজ বৃক্ষ। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলে নির্মাণাধীন রয়েছে বড় একটি অডিটরিয়াম। যেখানে এক সাথে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠান করা সম্ভব। এক সময় এ উপজেলার বিভিন্ন গ্রামের বিশেষ করে তিস্তা নদী পাড় ও চরাঞ্চলের মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ের গ-ি পার হতে না হতেই বিয়ে দেয়া হতো। কিন্তু এ মহিলা মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আগের সে অবস্থার আমুল পরিবর্তন হয়েছে।। এখন তিস্তা দ্বীপ চরের মেয়েরাও ছাত্রি নিবাসে থেকে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত একাধিক দেশ বরেণ্য ব্যক্তিবর্গের আগমন ঘটেছে প্রতিষ্ঠানটিতে। এসব বরেণ্য মানুষের মধ্যে বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুহিত চৌধুরী, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদ মর্যাদার কর্মকর্তা রয়েছেন এবং একাধিক গুণিজন। তারা প্রত্যেকেই মহাবিদ্যালয়টি পরিবেশ, পড়া-লেখার গুণগতমান ও শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে ভূয়সী প্রশংসার পাশাপাশি এর উন্নতি কামনা করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিমলা মহিলা মহাবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ ঘোষণায় এলাকার আবাল, বৃদ্ধা, বনিতা, থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবী শ্রমজীবী, জনপ্রতিনিধি, রাজনীতিক, বিশেষ করে নারীরা মহা-আনন্দিত। এসব মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপশি তার এ ঘোষণার দ্রুত বাস্তবায়ন দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ