Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে সরকার দিশেহারা : মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে দিশে হারা। তিনি এ সরকারকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আর বিনষ্ট না করতে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমে গতকাল পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাহিনীর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
এ নিষেধাজ্ঞা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সঙ্গে প্রমাণ হয়েছে বর্তমান সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করে আসছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মতের ওপর দমন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে সরকার চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন নতুন করে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আসার ভয়ে শঙ্কিত সরকার।
তিনি বলেন, আমরা যখন সরকারকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছি, তখন তারা আমাদের কথায় কান দেয়নি। জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেনি। এখন নিষেধাজ্ঞার ভয়ে সরকার চিঠি দিয়ে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে। পররাষ্ট্র সচিবের চিঠি পাঠানোর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বোঝা যাচ্ছে, সরকার নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ