বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত সাঈদ ফয়সালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশি বংশোদ্ভূত সাঈদ ফয়সাল ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত বুধবার তিনি নিহত হন।
গতকাল সোমবার দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র দূতাবাস সাঈদ ফয়সালের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে।
তার মৃত্যুতে ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে যে পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে তাকে আমরা সমর্থন করি।
এদিকে গতকাল রাজধানী ঢাকায় সাঈদ ফয়সাল হত্যার বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া-বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসার সময় এই প্রতিবাদ জানানো হয়।
নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে ৪ দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন লাউবাচার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।