রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে রেলের জমিতে প্রভাবশালী কর্তৃক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ থানায় অভিযোগ করার পরেও ভবন নির্মাণ বন্ধ হয়নি। জানা গেছে, সৈয়দপুর রেলওয়ের এসপি অফিস সংলগ্ন রেলের জমিতে সৈয়দপুর নতুন বাবুপাড়া হাজী কলোনীর তাজুল ইসলাম গত একমাস ধরে অবৈধ বহুতল স্থাপনা নির্মাণ করছেন। সেখানে সরকারি দু’টি গাছ কর্তন করে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তাজুল ইসলাম। রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ৩ সেপ্টেম্বর সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা তহিদুল ইসলাম ও ৬ ডিসেম্বর সৈয়দপুর রেলওয়ের ভূ-সম্পত্তি অফিসের কানুনগো মনোয়ারুল ইসলাম বাদী হয়ে অবৈধ নির্মাণকারী তাজুল ইসলামের বিরুদ্ধে সৈয়দপুর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু ৪ দিন নির্মাণ কাজ বন্ধ থাকার পর ১৩ ডিসেম্বর থেকে আবারও পুরোদমে কাজ শুরু করে দেয়া হয়। অভিযোগ উঠেছে স্থাপনা নির্মাণকারী প্রভাবশালী হওয়ায় প্রভাব খাটিয়ে সবাইকে ম্যানেজ করে তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে স্থাপনা নির্মাণকারী তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি তার খরিদকৃত। সৈয়দপুর রেলওয়ে কারখানার এসএসএই ওয়ার্কস কর্মকর্তা তহিদুল ইসলাম ও ভূ-সম্পত্তি অফিসের কানুনগো মনোয়ারুল ইসলাম জানান, অবৈধ নির্মাণকারীর বিরুদ্ধে আমাদের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এখন নির্মাণ কাজ বন্ধ করার দায়িত্ব পুলিশের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।