রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের প্রথিতযশা শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মুরাদ ইবনে আনোয়ার স্মরণে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেছে তার ছাত্রছাত্রী ও সহকর্মীবৃন্দ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়ায় এ বই বিতরণ করা হয়। প্রয়াতের সহকর্মী দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মুরাদ ইবনে আয়োরের আত্মিয়া কবি শাহান আরা মিশিসহ অন্যরা। আয়োজকরা জানান, মাগুরার অত্যন্ত জনপ্রিয় এই ফিনান্স বিভাগের এই শিক্ষক ফিনান্স বিষয়ক বেশ কয়েকটি বইয়ের প্রনেতা। জীবদ্দশায় তিনি নিজের আয়ের একটি বড় অংশ ব্যায় করতেন দরিদ্র শিক্ষার্থীদের জন্য বই বিতরণ ও তাদের শিক্ষা সহায়তায়। এ বছর ২৮ নভেম্বর মাত্র ৪৮বছর বছসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মরা যান। তার স্মরণে তার ছাত্রছাত্রী, সহকর্মী ও পরিবারের সদস্যরা আজ প্রায় ৩০ হাজার টাকার বই ৫৩ জন দরিদ্র ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করেছেন। এ ধারা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে বলে আয়োজকরা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।