রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা পৌর জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন। গতকাল সোমবার আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার রাতে তার মাতা তার নিজ বাড়ি পারনান্দুয়ালীতে ইন্তেকাল করেন। জাতীয়তাবাদী যুবদলের নেতা মিজানুর রহমানকে পুলিশ গত ২৩ ডিসেম্বর দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি মাগুরা জেলখানায় কারারুদ্ধ ছিলেন। জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয় গায়েবী মামলায় গ্রেফতার করে পুলিশ বিভিন্ন পেন্ডিং মামলায় মিজানুর রহমানসহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের জেল জলুমসহ নানানভাবে হয়রানী অব্যাহত রেখেছে। তারা অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। গতকাল সোমবার বাদ জোহর পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেনসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।