রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের অবহেলায় আইনজীবী সহকারী স্বপন সিকাদারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবী ও তার সহকর্মীরা। গতকাল সোমবার বেলা এগারোটায় কলাপাড়া আইনজীবী সহকারী কল্যান সমিতি’র উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আইনজীবী নাসির মাহমুদ, সাইদুর রহমান সাইদ, খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া আইনজীবী সহকারী কল্যান সমিতি’র সভাপতি আবদুল হাই হাওলাদার, সহ-সভাপতি হাফিজুর রহমান, সদস্য জেড এইচ কাওসার, সাবেক সভপতি এনামুল হক, আবুল কালাম গাজী প্রমুখ।
এসময় আইনজীবী, সহকারী আইজীবী কল্যান সমিতির সকল সদস্যসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযুক্ত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জে এইচ খান লেলিন ও নার্স আসমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর চিকিৎসকের অবহেলায় মারা যান আইনজীবী সহকারী সমিতির সদস্য স্বপন সিকদার। এ ঘটনায় গত ৪ জানুয়ারি নিহতের চাচা আইনজীবী নুরুজ্জামান শিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।