Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ বছর বয়সে কোটি টাকার বাংলোর মালিক রুহানিকা, নেটপাড়ায় কটাক্ষের ঝড়

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’-এর ছোট্ট রুহিকে মনে থাকার কথা অনেকের। রুহি ওরফে রুহানিকা ধাওয়ান এখন অনেকটাই বড়, ১৫ বছরে পদার্পণ করেছে সে। ছোটবেলার মিষ্টি রুহি আজও দেখতে একইরকম সুন্দরী। ফিগার, স্টাইল স্টেটমেন্টের দিক দিয়ে সুন্দরী অভিনেত্রীদেরও পেছনে ফেলে দিতে পারেন তিনি। যাই হোক, সম্প্রতি একটি কোটি টাকার বাংলো কিনলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে তাঁর এই সফলতা দেখে চোখ কপালে উঠেছে সকলের। এদিন তিনি এই সুখবরটি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নতুন বছরের প্রথম দিনেই রুহানিকা নিজের ইনস্টাগ্রামে তাঁর নতুন বাড়ির দুটি অত্যাশ্চর্য ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা গিয়েছে, রুহানিকা তাঁর নতুন বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি জানিয়েছেন, ‘অবশেষে আমার স্বপ্নের বাড়ি কিনতে পেরেছি।’ একটি ছবিতে নতুন বাড়ির প্রবেশদ্বারে বাবার সঙ্গে রুহানিকাকে পোজ দিতেও দেখা গিয়েছে। তিনি লিখেছেন, আমি আপনাদের সবার সঙ্গে আমার জীবনের খুশির খবরটি শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারিনি। আমার বাবা-মা এবং আমি যে সুযোগ পেয়েছি তার জন্য আমি তাঁদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। যারা আমাকে এই স্বপ্ন অর্জনে সাহায্য করেছে। আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। তবে রুহানিকার এহেন সাফল্যে তাঁর ভক্তরা যেমন খুশি হয়েছেন, তেমনি ট্রোলারদের ট্রোল থেকেও মুক্তি পায়নি রুহানিকা। নেটিজেনরা শিশুশ্রমের জন্য রুহানিকার বাবা-মাকে তীব্র নিন্দা করেছেন এবং তাঁদেরকে খুব খারাপভাবে সমালোচনা করেছেন। নেটিজেনদের দাবি, নিজেদের আনন্দের জন্যে মেয়ের পড়াশুনার বয়সেই তাঁকে কাজে নামিয়েছে অভিনেত্রীর বাবা-মা। ২০১২ সালে ‘মিসেস কৌশিক কি পাঁচ বহু’ এবং ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’-এর মাধ্যমে রুহানিকা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ