Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেক ফিল্ম মুক্তির অপেক্ষায় ডুয়া লিপা

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

আপাতত মাইক্রোফোন পাশে রেখে রূপালি পর্দায় আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন গায়িকা ডুয়া লিপা। এতে করে হয়তো একটি অস্কার জুটেও যেতে পারে তার কপালে। চার্ট জয়ী এই গায়িকার ম্যাথিউ ভনের ‘আরগাইল’ ফিল্মটি দিয়ে তার অভিষেক হবে পর্দায়; স্পাই থ্রিলার ধারার ফিল্মটিতে তার সঙ্গে অভিনয়ে আছেন হেনরি ক্যাভিল, স্যাম রকওয়েল এবং ব্রাইস ডালাস হাওয়ার্ড। ২৭ বছর বয়সী গায়িকা চলচ্চিত্র জগতের বাণিজ্যিক দিকটিও আবিষ্কারের আশা রাখেন এবং ভবিষ্যতে নিজের প্রযোজনায় ফিল্মে অভিনয়ও করতে পারেন। সানডে পত্রিকা লিখেছে, ডুয়া প্রচুর ফিল্মে কাজের অফার পাচ্ছেন এবং এর মধ্যে অস্কারের সম্ভাবনাময় নির্মাতার উদ্যোগ রয়েছে। যুক্তরাজ্যের মিরর পত্রিকা লিখেছে, তিনি অভিনয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি নেজের টিভি ও ফিল্ম প্রযোজনার প্রতিষ্ঠান খুলবেন বলে ঠিক করেছেন। তিনি এবং তার ব্যবস্থাপনা টিম আকর্ষণীয় কাহিনীর সন্ধানে আছে এবং প্রথম সারির স্টুডিওগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। লিপা সম্প্রতি মিররকে জানান, তিনি একটি স্পাই ড্রামাতে কাজ করছেন। তিনি বলেন, এটি রোমাঞ্চকর, তবে আমি মনে করি, এটি আমার জন্য একেবারে প্রাথমিক পদক্ষেপ। একে একেবারে গভীরে যাবার চেয়ে নিজেকে আবিষ্কার করার পর্যায় বলা চলে। একেবারে গভীরে প্রবেশ করা এখনই সামলানো যাবে না মনে হয়। গত অক্টোবরে গুজব রটে ডুয়া লিপা টক শো উপস্থাপক ট্রেভর নোয়ার সঙ্গে প্রেম করছে, তবে গায়িকা তা অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ