Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কণ্ঠশিল্পী কনকচাঁপার বস্ত্র বিতরণ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বাংলাদেশ গ্রাম থিয়েটারের আহ্বানে ‘অনলাইন আমাদের খেলাঘর ইস্কুল’-এর পক্ষে দেশের বিশিষ্ট সংগীত পরিচালক বগুড়ার কৃতীসন্তান মঈনুল ইসলাম খান এবং তাঁর সহধর্মিণী বরেণ্য কণ্ঠশিল্পী কনকচাঁপা বগুড়ায় শীতার্তদের মাঝে শীতের শুভেচ্ছা উপহার কম্বল প্রদান করেন। অসচ্ছল সংগীতযোদ্ধা, বাউল শিল্পী, কাহালু পৌরসভার অসহায় শীতার্ত মানুষ এবং বগুড়ার রেলস্টেশন সংলগ্ন এলাকায় শুয়ে থাকা শীতার্তদের মাঝে শীতের শুভেচ্ছা উপহার হিসেবে কম্বল প্রদান করেন তাঁরা। সম্প্রতি সন্ধ্যায়  তাঁরা বগুড়া থিয়েটার কার্যালয়ে এক ছোট্ট থিয়েটার আড্ডায় অংশ নেন। বগুড়ার বাউল শিল্পীগোষ্ঠী লোকজ গান এবং বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা নাটকের গান পরিবেশন করেন। এরপর আলাপচারিতা শেষে বগুড়া থিয়েটার পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন সংগীতশিল্পী কনকচাঁপা। এরপর বাউল শিল্পীগোষ্ঠীর শিল্পীদের শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না,ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান রন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া থিয়েটারের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার, দপ্তর সম্পাদক অলক পাল, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ শোভনসহ বাউলগোষ্ঠী, বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। অতিথিদের হাতে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার এবং লিটল থিয়েটারের বিভিন্ন প্রকাশনা ও ভাঁজপত্র তুলে দেওয়া হয়। পরে রাত ১১টায় বগুড়া রেলস্টেশনে ১শ’ শীতার্তদের মাঝে এই শুভেচ্ছা উপহারগুলো প্রদান করেন তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া রেলস্টেশন এর সুপারিন্টেনডেন্ট বেনজীরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমদাদ হোসেন। এছাড়া গত বুধবার সকাল ১০ টায় কাহালু পৌরসভা চত্বরে কাহালু থিয়েটার ও কাহালু পৌরসভার সার্বিক সহযোগিতায় ৩০০ শীতার্তদের মাঝে এই শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনলাইন আমাদের খেলাঘর ইস্কুলের পরিচালক কণ্ঠশিল্পী কনকচাঁপা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ