Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকস্থ সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন উপ-শাখার ২৫ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিপক্ষ গ্রুপের দায়েরি মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম ২য় শ্রম আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়। সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল আলম কবির বাদী হয়ে চট্টগ্রাম ২য় শ্রম আদালতে মামলা (নং-৩২/২০১৬) দায়ের করলে শ্রম আদালত ২০১৭ সালের ১০ জানুয়ারির মধ্যে বিবাদীগকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২১৬ (১) (জি) ধারা অনুযায়ী নির্বাচন স্থগিত থাকার আদেশ প্রদান করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, জনৈক মুকুল মিয়া, তাজ উদ্দিন ও বাদল মিয়াসহ বিবাদী পক্ষের লোকজন শ্রম আইন লংঘন করে তাদের উপ-কমিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করলে এ মামলা দায়ের করা হয়। এতে সুনমাগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী এবং কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে আদেশ দেয়া হয়। জানা গেছে, মুকুল মিয়ার নেতৃত্বাধীন উপ-কমিটির ২৫ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচন ছাতক পৌরসভার রহতবাগ আবাসিক এলাকার কার্যালয়ে হওয়ার কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ