রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : প্রতিবন্ধকতা দমাতে পারেনি প্রতিবন্ধী যুবক তাওহীদ আহ্মেদ বিপ্লবকে। তিনি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে শেখাপড়ার পাশাপাশি ৩০টি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন। করছেন গবাদিপশুর ওষুধ, মুরগির বাচ্চা ও ফিডের ব্যবসা। ব্যবসা সফল এ প্রতিবন্ধী গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ পড়ছেন। ভবিষ্যতে বিসিএস ক্যাডার সার্ভিসে প্রবেশ করে বিদেশে পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেছেন অদম্য প্রতিবন্ধী তাওহীদ আহ্মেদ বিপ্লব। তাওহীদ আহ্মেদ বিপ্লব গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের আতিয়ার রহমান শেখের ছেলে। তাওহীদ আহ্মেদ বিপ্লবের পিতা আতিয়ার রহমান শেখ জানান, ১৯৯১ সালের ২০ জুলাই বিপ্লব জন্মগ্রহণ করে। ৫ মাস বয়সে তাকে মেয়াদ উত্তীর্ণ পোলিও দেয়া হয়। এতে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে তার হাত পা শুকিয়ে যায়। ২০০৭ সালে বিপ্লব এসএসসি পাশ করে। ২০১০ সালে সে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ থেকে এইচএসসি ও ২০১৪ সালে ডিগ্রি পাস করেছে। ২০১১ সালে বিপ্লব পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করে। এ পর্যন্ত সে ৩০ ফার্ম সম্প্রসারিত করেছে। ২০১৫ সালের শুরু থেকে সে গবাদিপশুর ওষুধ, মুরগির বাচ্চা ও ফিডের ব্যবসা আরম্ভ করে। ব্যবসায় সে সফল। এখন গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ পড়ছে। তার এ সাফল্যের পেছনে কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্র নাথ সাহার অবদান রয়েছে। তিনি কোটালীপাড়া উপজেলার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাওহীদ আহ্মেদ বিপ্লব বলেন, আমি লোক রেখে আমার তত্ত্বাবধানে পোল্ট্রি ফার্ম ব্যবসা শুরু করি। এখন আমার ফার্মের সংখ্যা ৩০টি। এছাড়া আমি গবাদিপশুর ওষুধ, মুরগির বাচ্চা ও ফিডের ব্যবসা করছি। ব্যবসা আল্লাহর রহমতে ভালোই চলছে। আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে বলেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। শ্রম মেধাকে কাজে লাগিয়ে আমার মতো প্রতিবন্ধীরা কাজ করলে তারাও সফল হতে পারবে। আমি গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ পড়ছি। ভবিষ্যতে আমি বিসিএস ক্যাডার সার্ভিসে প্রবেশ করে বিদেশে ডিগ্রি আনতে যেতে চাই। কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্র নাথ সাহা বলেন, বিপ্লব অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সে আমাদের পরামর্শে ফার্ম ও ব্যবসা করে সফল হয়েছে। তার মধ্যে উদ্যাম ও কর্মস্পৃহা রয়েছে। এটি তাকে আরো বড় ধরনের সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।