রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে চর ছান্দিয়া ভৈরব চৌধুরী মোড় থেকে মদিনা বাজার, ধান গবেষণা, বহদ্দার হাট হয়ে সোনাগাজী ইউনিয়ন পরিষদ পর্যন্ত মুক্তিযোদ্ধা সড়কটির নির্মাণ কাজ চলছে। উক্ত সড়কে ট্রেড লিংক নামক ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছেন। সরেজমিন জানা যায়, সোনাগাজী ইউনিয়ন পরিষদ থেকে চর খোয়াজ তেমুহানী পর্যন্ত নির্মাণাধীন রাস্তার পাশে ৫ ফুট উচ্চতার ৫শ’ মিটার গার্ড ওয়াল নির্মাণ করা হয়। নির্মিত ওই গার্ডওয়াল খালে ধসে পড়েছে। ওই সড়কে ১৮টি স্থানে রাস্তা কেটে যান চলাচলের ব্যবস্থা না করে নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণের অভিযোগ রয়েছে। পুরো সড়কে মেগাডমে নি¤œমানের খোয়া ব্যবহার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মিনহাজ মোস্তফা জানান, অনিয়মগুলো দৃষ্টিগোচর হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাজুল ইসলাম জানান, ধস স্থানে নতুন করে ওয়াল নির্মাণ করা হবে। প্রশাসনের নির্দেশে কালভার্টগুলো দ্রুত নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ জানান, মুক্তিযোদ্ধা সড়কসহ চলমান সকল উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েকটি প্রকল্প পরিদর্শন করে নি¤œমানের কাজ দেখে স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।