Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবনের পলেস্তরা খসে পড়ছে শিক্ষার্র্থীদের গায় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে চলছে পাঠদান কার্যক্রম

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের জীবনদাসকাঠির ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি খুবই জরাজীর্ণ অবস্থা হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন শিক্ষক শিক্ষার্থীরা। সরেজমিন দেখা গেছে, তিনটি শ্রেণী কক্ষ ও একটি শিক্ষক মিলনায়াতনসহ ৪টি কক্ষবিশিষ্ট স্কুল ভবনটি অনেক পুরাতন হয়ে যাওয়ায় প্রতিটি কক্ষের ছাদের নিচের অংশের পলেস্তরা প্রায়ই খসে শিক্ষক শিক্ষার্থীর গায়ে-মাথায় পড়ছে। পলেস্তরা খসে গিয়ে প্রতিটি কক্ষের ও বারান্দার ছাদের রড বেড়িয়ে গেছে। যে কোন সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক জানান, ১৯২৪ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল থেকে অতি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলে আসছে। তখন ভবনটি মাত্র ৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। ভবনটি অনেক পুরাতন হওয়ায় চারটি কক্ষ ও বারান্দার ছাদের নিচের অংশসহ বিভিন্ন স্থান থেকে প্রায়ই পলেস্তরা খসে শিক্ষক-শিক্ষার্থীর গায়-মাথায় পরছে। বর্তমানে বিদ্যালয়ে চার জন দক্ষ শিক্ষক ১২০ জন শিক্ষার্থীকে ঝুঁকিপুর্ণ অবস্থায় আতঙ্কের মধ্যে থেকে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। বর্ষা মৌসুমে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আতঙ্কে রয়েছি আমরা। এই জরাজীর্ণ বিষয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ওই ভবনটিসহ উপজেলার মোট ৪৮টি বিদ্যালয়ের নতুন ভবন চেয়ে ঢাকা অফিসে আবেদন করেছি। সেখানে স্থানীয় সাংসদ বি এইচ হারুনের ডিউ লেটার দেয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শীগ্রই ভবনগুলো পেয়ে যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ