প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলা একাডেমির বর্ধমান মঞ্চের সামনের মাঠ লোকারণ্য হয়ে ওঠে সন্ধ্যা গড়াতেই । শুধু মানুষ আর মানুষ! পাখির চোখে তখন তিলধারণের জায়গা নেই। রবিবার (৮ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের চতুর্থ ও সমাপনী দিনে কোক স্টুডিও বাংলা কনসার্টকে ঘিরে দেখা গেলো এই উৎসবমুখর পরিবেশ।
সন্ধ্যা সোয়া ৭টায় সুরের মূর্ছনা ছড়াতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা। গান থামতেই ‘ওয়ান্স মোর, ওয়ান্স মোর’ এবং পছন্দের গানের নাম উচ্চস্বরে বলে গেছেন শ্রোতারা। সারাক্ষণ ডেকেছেন ‘অর্ণব অর্ণব অর্ণব’ বলে। এই কনসার্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। পূর্বাচল থেকে আসা শবনম বলেন, শুধু কোক স্টুডিও বাংলা কনসার্ট দেখার জন্য দুই বাচ্চা নিয়ে পূর্বাচল থেকে এসেছি। কারণ, টিভি কিংবা ইউটিউবে দেখার চেয়ে এই শিল্পীদের পরিবেশনা সরাসরি উপভোগ করতে চেয়েছি। অনুষ্ঠান শুরুর তিনঘণ্টা আগেই চলে এসেছি। সরাসরি কনসার্ট দেখে আমার কষ্ট সার্থক হলো।
কনসার্টে আলো ঝলমল মঞ্চে দাঁড়িয়ে সংগীতশিল্পীরা গেয়ে শুনিয়েছেন ‘ও কী একবার আসিয়া’, ‘আল্লাহ মেঘ দে’, ‘বুলবুলি’, ‘লীলাবালি’, ‘চিলতে রোদ’, ‘নৌকা কিনে দেবো’, ‘নাসেক নাসেক’ প্রভৃতি। এগুলোর বেশিরভাগই কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছে। গান গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায়, বগা তালেব, ঋতুরাজসহ অনেকে। গুলশান-১ নম্বর থেকে শিক্ষার্থী জাহিন বন্ধুদের নিয়ে এসেছিলেন। তবে কোক স্টুডিও বাংলার প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব না থাকায় কিছুটা হতাশ তিনি। তার কথায়, অর্ণবের জন্যই শুধু এসেছি। কিন্তু দুর্ভাগ্য তাকে পেলাম না। যদিও অনিমেষ রায়ের গলায় ‘নাসেক নাসেক’ শুনে আমরা বন্ধুরা সবাই বিমোহিত।
কোক স্টুডিও বাংলা নিয়ে ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিন বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল একটি সেশন। ওয়ারদা আশরাফের সঞ্চালনায় এতে প্রজেক্টটির নেপথ্যের গল্প বলেছেন কোক বাংলাদেশের প্রতিনিধি আবীর রাজবিন, ক্রিয়েটিভ প্রযোজক গাউসুল আলম শাওন এবং বেজ গিটারিস্ট ফাইজান রশীদ আহমেদ (বুনো)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।