Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণি ও রাজের সংসার কোনো দিনই টিকবে না দেলোয়ার জাহান ঝন্টু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রবীণ চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ঠোঁটকাটা লোক হিসেবে পরিচিত। যা বলেন, মুখের ওপর বলে দেন। উচিৎ কথা বলতে কাউকে ছাড় দেন না। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়েও তিনি প্রায়ই কঠিন কথা বলে থাকেন। এবার চিত্রনায়িকা পরীমণির সংসারের নানা ঘটনা নিয়ে মন্তব্য করলেন। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, পরীমণি ও রাজ দুজনেই ‘কাক’। পরীমণিকে ইতোমধ্যে সবাই চেনে। এর আগেও নানা কারণে তাকে সমালোচিত হতে দেখা গিয়েছে। জেলও খেটেছে। আমার মতে, ওরা দুজনেই কাক। ওদের সংসার কোনোদিনই টিকবে না। তিনি বলেন, আমাদের চলচ্চিত্র জগতের সুনাম ক্ষুণè করছে এই দ¤পতি। নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র জগৎ হয়তো এমনই। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতঙ্কে থাকে। তাদের আসলে এসব কে বুঝাবে। শুধু বলবো, অল্লাহ ওদের হেদায়েত দান করুক। ঝন্টু বলেন, নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনও মাথা ঘামাননি। এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে প্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানি হচ্ছে।



 

Show all comments
  • MD. MAYEEN UDDIN SUMON ৯ জানুয়ারি, ২০২৩, ১২:২৭ পিএম says : 0
    সত্যিই, দারুণ বলেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ