Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিপুরি থিয়েটারের নাট্যোৎসবে কলাবতী দেবী

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার জাতীয় নাট্যশালায় মণিপুরি থিয়েটার আয়োজিত পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব উদ্বোধন করবেন ভারতের পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত প্রখ্যাত মণিপুরি নৃত্যগুরু কলাবতী দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় থাকবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে থাকবে সাধনা ও মণিপুরি থিয়েটার পরিচালিত নৃত্যপ্রশিক্ষণ প্রকল্প ‘ধ্রুমেল’-এর পরিবেশনা। এ ছাড়াও দলটির ২০ বছরের প্রযোজনা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে লোরকার ‘ইয়ের্মা’ অবলম্বনে নাটক ‘লেইমা’। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ৫টি নাটক নিয়ে ঢাকায় এ নাট্যোৎসব আয়োজন করছে মণিপুরি থিয়েটার। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে এ উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের মূল প্রতিপাদ্য ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে নাটকের প্রদর্শনী। উৎসবের দ্বিতীয় দিন ২৫ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’, ২৬ ডিসেম্বর ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ২৭ ডিসেম্বর ‘দেবতার গ্রাস’ এবং সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। এ ছাড়া  ২৫ ডিসেম্বর বিকাল ৩টায় থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে ‘আমাদের নাট্য ভাষা : সংকট ও সম্ভাবনা’ বিষয়ে মুক্ত আলোচনা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় উৎসব প্রাঙ্গণে থাকবে মণিপুরি মৃদঙ্গ বাদন, গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা। উৎসবের শেষ দিন নাটক শেষে থাকবে উন্মুক্ত আনন্দ আয়োজন। প্রদর্শিতব্য ৫টি নাটকের ১০০০ ও ২০০০ টাকার দুই ক্যাটাগরিতে একটি সৌজন্য টিকিট-প্যাকেজ ছাড়া হয়েছে। এ ছাড়া নিয়মিত মূল্যে প্রতিটি প্রদর্শনীর টিকিট পাওয়া যাবেÑ ১০০, ২০০, ৩০০ এবং ৫০০ টাকায়। নাটকের অগ্রিম টিকিট পেতে যোগাযোগ- ০১৭১০৬৭২০৬২ এই নাম্বারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ