Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মোবাইলফোন সেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্বল্পমূল্যে উন্নত প্রযুক্তির স্মার্টফোন সরবরাহের মাধ্যমে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড লাভা’র সঙ্গে এবার যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্র্যান্ড আ্যম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বহুজাতিক মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভা ইন্টারন্যশনালের সঙ্গে। ব্র্যান্ড আ্যম্বাসেডর হিসেবে মাশরাফি বিন মর্তুজা লাভার বিভিন্ন কর্মকা-ে অংশ নিবেন, যা লাভা সেট ব্যবহারকারীদের জন্য এক বাড়তি পাওয়া। লাভা সেট ক্রেতারা বিনামূল্যে মাশরাফির স্বাক্ষর সম্বলিত বিভিন্ন উপহারের সাথে পাবেন তার সাথে খেলার সুযোগ। এ প্রসঙ্গে লাভা বাংলাদেশে’র মার্কেটিং ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, দেশে দ্রুত বিকাশমান স্মার্ট ফোনের বাজারে লাভা’র সঙ্গে মাশরাফি বিন মর্তুজাকে পেয়ে আমরা আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথকে লাভা ও মাশরাফি একসঙ্গে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ^াস করি। লাভা’র ব্র্যান্ড আ্যম্বাসেডর প্রসঙ্গে মাশরাফি বিন মর্তুজা বলেন, দেশের স্মার্ট ফোনের বাজারে লাভা গুণগত মান বজায় রেখে শীর্ষস্থানটি ধরে রাখবে বলে আমি মনে করি। তারুণ্যের পছন্দের আন্তর্জাতিক এ ব্র্যান্ড লাভা’র সঙ্গে কাজ করতে পেরে আমিও আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ