Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবানার সিনেমায় শাকিবের বিপরীতে বিদ্যা বালান-কাজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম | আপডেট : ১০:৩০ এএম, ৮ জানুয়ারি, ২০২৩

দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে দীর্ঘ প্রায় দুই যুগ পরে আবার চলচ্চিত্র নির্মাণে ফিরছেন ঢালিউডের বিউটি কুইন-খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন তারা। সিনেমাটিতে নায়ক থাকবেন বাংলাদেশের শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। এমনটাই একটি গণামধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।

ওয়াহিদ সাদিক বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে আবার নির্মাণে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি ও আমার স্ত্রী অভিনেত্রী শাবানা ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। এরপর প্রায় প্রতিবছরই দেশে আসলেও চলচ্চিত্রের ব্যবসা অনুকূলে না থাকায় আর নির্মাণে ফিরতে পারিনি। বর্তমানে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় আমাদের এই চলচ্চিত্র জগতকে চাঙ্গা করায় সহযোগিতা করতেই বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টে চলচ্চিত্র নির্মাণে আবারও ফিরছি।’

এই প্রযোজক আরো বলেন, ‘গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি ছবিটির নির্মাণ কাজের ব্যাপারে। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরব।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ছবির নামও চূড়ান্ত করব এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেব। ছবির শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সমানভাবে এই ছবিতে অভিনয় করবেন।’

তবে সিনেমাটির নামও এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের শেষদিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। সেভাবে এগিয়ে নিচ্ছেন কাজ। যদিও এই সিনেমাতে শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবেই থাকবেন।

উল্লেখ্য, শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা যায়। সেজন্য যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার দেশেও এসেছিলেন। কিন্তু দেশের চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে পিছিয়ে গেছেন। তবে এখন তারা মনে করছেন, ঢালিউডের অবস্থা উন্নতির দিতে যাচ্ছে। সেকারণে সিনেমা প্রযোজনা করতে মনস্থির করে ফেলেছেন। এই সিনেমার মাধ্যমে শাবানার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এসএস প্রোডাকশন’ আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ