প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। বাংলাদেশে ব্যবসা শুরুর সাড়ে তিন বছরের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বেশ বড় আয়োজনে ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা করে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। লক্ষ্য ছিল, বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশি কনটেন্ট ছড়িয়ে দেবে তারা। তবে প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে এই জিফাইভে আর কোনো কনটেন্ট বাংলাদেশে দেখা যাবে না। জিফাইভের এক বার্তায় বলা হয়েছে, জিফাইভের স্ট্রিমিং সার্ভিসটি থাকছে না বাংলাদেশে। বাংলাদেশে জি-ফাইভের কনটেন্ট নির্মাণ ও ম্যানেজমেন্ট করত বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান গুড কো¤পানি। প্রতিষ্ঠানটির কর্ণধার ইরেশ যাকের জানিয়েছেন, এটা স¤পূর্ণই তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো শুধুমাত্র কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়তো কোনো কারণে তাদের মনে হয়েছে, বাংলাদেশের মার্কেটে তারা আর ব্যবসা করবে না। এ জন্যই বন্ধ করে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।