Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজিজুল হাকিম ও জিনাত হাকিমের দাম্পত্য জীবনের তিন দশক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম ভালবেসে বিয়ে করেছিলেন। ১৯৯৩ সালের ১ জানুয়ারি বিয়ে করেন তারা। তাদের বিয়ে তিন দশক পূর্ণ হয়েছে। শোবিজে অত্যন্ত সজ্জন দম্পতি হিসেবে পরিচিত তারা। তাদের সুখের সংসার উদাহরণ হয়ে রয়েছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে এখন তাদের সুখের সংসার। বিয়ের তিন দশক উপলক্ষে ফেসবুকে কে স্ট্যাটাসে জিনাত হাকিম লিখেন, ‘ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ....। তিনি লিখেন, তিরিশটি বছর! আলহামদুলিল্লাহ! সুস্থতা চাই জীবনে। এইরকম কিছু মূহুর্ত চাই! চাই প্রিয়জনদের সান্নিধ্য! ভালোবাসায় বেঁচে থাকার আনন্দই সুখ! এই সুখটাই চাই এই জীবনে। নব্বই দশকের শুরুতে আজিজুল হাকিম জনপ্রিয় নাট্যাভিনেতা। নাটকের রিহার্সেলে যেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। রিহার্সেলের ফাঁকে ফাঁকে তাকে প্রায়ই দেখা যেত রোকেয়া হলের গেটে। একসময় জানা যায়, এই হলেই থাকেন জিনাত হাকিম। উল্লেখ্য, আজিজুল হাকিম অভিনয়ের পাশাপাশি দেশের একটি শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী কো¤পানিতে কর্মরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ