Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রাবন্তীকে যে শাস্তি দিয়েছিলেন তাঁর মা-বাবা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী। তবে সম্প্রতি অতীতের একটি ঘটনাকে কেন্দ্র করেই চর্চার আলোয় শ্রাবন্তী। মাত্র ১৬ বছর বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। তবে বিয়ের ১৩ বছর পর নিজেদের ব্যক্তিগত কারণের জন্যই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নেন এই দুই তারকা। তাদের একমাত্র ছেলে ঝিনুক। বর্তমান প্রজন্মের কাছে তিনিও খুব একটা অপরিচিত নন। অবশ্য এই কথা আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। উল্লেখ্য, ঝিনুক তার মায়ের সাথেই থাকে। তবে ১৬ বছর বয়সে হঠাৎ মেয়ের বিয়ে করে নেওয়াকে একেবারেই মেনে নিতে পারেনি অভিনেত্রীর বাবা-মা। সেই নিয়ে জি বাংলার ‘হ্যাপি প্যারেন্টস ডে’তে এসে মুখ খুলেছিলেন তারা। দেবশঙ্কর হালদার সঞ্চালিত এই শোতে অভিনেত্রীর বাবা-মা তার বিয়ে নিয়ে কোন কথা না বললেও, তার ঐ সময়ে মেয়ের বিয়ে করার সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারেননি। আর সেকথা বোঝাতে এবং অভিনেত্রীকে শাস্তি দিতেই সেইসময় তারা দুজনেই অভিনেত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। আর সেই বিষয়টি যে অভিনেত্রীর কাছে বেশ কষ্টদায়ক ছিল, সেকথাও তাদের কথা থেকেই বোঝা গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ