Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাভাটার ৩, ৪ আর ৫’ পরিকল্পনায় আছে তবে এতো দ্রুত নয়

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দ্বিতীয় পর্ব ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ বক্সঅফিসে এরই মধ্যে বিলিয়ন ডলার আয়ের সীমা ছাড়িয়েছে। তাতে পরিচালক জেমস ক্যামেরন যেমন সিকুয়েলের সাফল্যের শর্তে পরবর্তি পর্বগুলো নির্মাণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেড়েছে। সবচেয়ে বড় কথা তৃতীয় পর্বও মোটামুটি তৈরি বলে জানা গেছে। এরপরও পরের ফিল্মটি বা ফিল্মগুলো এতো দ্রুত পর্দায় আসবে আশা করা যাচ্ছে না। সর্বকালের সর্বোচ্চ অর্থোপার্জনকারী ফিল্ম ‘অ্যাভাটার’ (২০০৯) মুক্তি পাবার পর এর মধ্যে ক্যামেরন দ্বিতীয় ও তৃতীয় পর্বের কাজ প্রায় একই সঙ্গে চালিয়ে গেছেন। তৃতীয় পর্বের পোস্ট প্রডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে। দ্বিতীয় পর্বটি তার সাফল্যের যাত্রা (বিলিয়নের বেশি) সবে শুরু করেছে, আর পরিচালক জানিয়েছেন চলতি বা আগামী বছর যে আরেকটি পর্ব দর্শক দেখতে পাবে এমন আশা করা যাবে না। তিনি বরং দর্শকদের কিছুটা চাপের মধ্যে কিছুটা প্রত্যাশার মুখে চান। ক্যামেরন বলেন, কাহিনী আছে। এসব কাহিনীর অস্তিত্ব আছে। আমরা জানি কী করছি। আমরা জানি এসব ফিল্ম কেমন হবে। সুতরাং ধরে নিতে পারেন এখন থেকে দুবছরের মধ্যে তৃতীয় ‘অ্যাভাটার’ আসবে। হিসাব অনুযায়ী তার তিন বছর পর চতুর্থটি আসবে। এবং তার কয়েক বছর পর পঞ্চমটি। তিনি আরও বলেন, তাতে আমরা বাণিজ্যিক ঝুঁকি এড়াতে পারব। আর ধারাবাহিকতা এবং দর্শক চাহিদার বিষয়গুলোও বিবেচনায় রাখা যাবে। যদি এসব চরিত্র দর্শকপ্রিয় থাকে তাহলে এই জগতেও তাদের আগ্রহ বজায় থাকবে। আমরা এক ধারাবাহিকতা রাখতে চাই এটাই আমাদের পরিকল্পনা। আর এজন্যই আমরা এতোটা সময় নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ