Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষাক্ত মদপানে মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মদ পান করার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যাক্তির নাম বিল্লাল হোসেন। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বিল্লাল তার নিজ এলাকায় ৫/৬ জন বন্ধুর সাথে মদপান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু বিল্লালের স্বজনেরা তাকে ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে যান। পরে গতকাল দুপুরে অবস্থা গুরুতর হলে পুনরায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে বিষপানে লোকটির মৃত্যু হয়েছে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ