Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ লাইনে সংযুক্ত করা হলো সেই ২ পুলিশকে

কোম্পানীগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ২ পুলিশ সদস্যকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ৬ জানুয়ারি রাতে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ আসে। ২ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. সুমন মিয়া ও মো. শাহরিয়ার হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট সার্কেল সিনিয়র এএসপি প্রভাস কুমার সিং। এর আগে এই ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে কলাবাড়ি এলাকায় পাথরের ট্রলি থেকে চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। উল্লেখ্য, কনস্টেবল সুমন ও শাহরিয়ার গত ২৪ ডিসেম্বর রাতে পাথর বুঝাই ট্রলি থেকে চাঁদাবাজি করতে গিয়ে মারপিঠের শিকার হোন। এর পরদিন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহাব উদ্দিন কনস্টেবল সুমন ও শাহরিয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ